নিজস্ব প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের মৃত সত্যপদ ভট্টাচার্যের ছেলে সঞ্জয় ভট্টাচার্য পেশায় একজন ইজিবাইক চালক। অনেক কষ্ট করে উপার্জনের জন্য কিনেছিল একটি ইজিবাইক।
গত ০৭ জানুয়ারি
প্রতিদিনের ন্যায় সে তার ইজিবাইক চালিয়ে রাতে বাড়িতে ফিরে, ঘরের ভিতরে শিকল দিয়ে ইজিবাইকে তালা ও ঘরের দরজায় তালা দিয়ে রাখে।
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস একমাত্র আয়ের উৎস ইজিবাইকটি ভোররাতের দিকে তালা ভেঙ্গে চুরি হয়ে যায়।
এব্যাপারে কেশবপুর থানা একটি জিডি করা হয়েছে।
সঞ্জয় ও তার পরিবার এখনো আশাবাদি তাদের আয়ের উৎস ইজিবাইকটি যেন ফিরে পাই।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।