শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের হালগড়া ফটিয়ামারী গ্রামের পুরাতন পাড়া কবরস্থান থেকে রোববার রাতে ১১টি কংকাল চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে সংঘবদ্ধ একটি কংকাল চোর সিন্ডিকেট দলের সদস্যরা ১১টি কবর খুঁড়ে কংকাল চুরি করে নিয়ে যায়। এর মধ্যে একটি লাশ পুরোপুরি পচে না যাওয়ায় লাশটি ফেলে রেখে যায়।
ওই লাশের গন্ধ বের হলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। এ খবর নিশ্চিত করে শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ জানান, কংকাল চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়রি হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।