অদ্য মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে রোগীবেশে হাসপাতালে যাওয়ার জন্য যাত্রী সেজে একদল দুর্বৃত্ত কৌশলে কলার সাথে রকিব হাসান (১৫) নামের এক কিশোর অটোরিকশার চালককে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।
পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় অটোরিকশার চালক রকিবকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অটোরিকশার চালক কিশোর রকিব পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের চিনারচর এলাকার বাবুল বেপারীরে ছেলে।
সে অত্র ইউনিয়নের চিনারচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীতে অধ্যয়নরত। স্কুল বন্ধ থাকায় অভাবের সংসারে দু’পয়সা রোজগার করার জন্য অটো নিয়ে বের হয়েছিলো সে।
রকিবের মা আছিয়া বেগম বলেন,
আজ সকাল ৭টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয় রকিব। পরে হাসপাতাল থেকে আমাকে ফোন দিয়ে জানানো হয়, রকিব অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে কৌশলে কলা খাইয়ে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম বলেন, বিষয়টা আমি শুনেছি, কিন্তু এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।