- কালিয়ায় ৪৯৫পিচ ইয়াবা সহ দুই যুবক আটক।
মোঃ অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।
নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খররিয়া গ্রামে ৪৯৫ পিচ ইয়াবাসহ হাদিউজ্জামান পিয়াল (১৯) ও বাপ্পী মোল্যা (২৬) নামে দুই যুবককে আটক করেছে পেড়লী পুলিশ ক্যাম্পের ইনচার্জ -এ এস এম রেজাউল করিম সহ সঙ্গীয় ফোর্স।
আটককৃত হাদিউজ্জামান পিয়াল নড়াইল সদর থানার চুনখোলা গ্রামের মহিদ মোল্লার ছেলে এবং বাপ্পি মোল্লা একই গ্রামের কামাল মোল্লার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর (বুধবার) অনুমান রাত ১১ টায় পুলিশি টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান জানতে পেরে খড়রিয়া গ্রাম থেকে তাদের ৪৯৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ কনি মিয়া জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
মো: অাজিজুর বিশ্বাস ষ্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল: ০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩৯
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।