রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিস্তির টাকাকে কেন্দ্র করে বাবা ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১এপ্রিল) দুপুর ২ টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দড়িকান্দী এলাকার মৃত তমিজউদদীনের ছেলে (করিম হাজীর ভাই) মোঃ সেলিমের বাড়িতে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। খুন হওয়ার পর থেকেই কেউ বলছে বাবার হাতে ছেলে খুন। আবারও কেউ বলছে সাথে অন্য কেউ ছিলো মনে হয়। আবারও কেউ বলছে বাবা ছেলে কি এই বাড়িতে একাই ছিল? এমন হাজারও প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। এদিকে ঘটনার পরে উত্তপ্ত এলাকাবাসী সেলিমের বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে আবার এলাকাবাসীই আগুন নিয়ন্ত্রণে আনে। সজিবের মা জানান, সজিবের বার কাছে কিস্তির টাকা চাইতে গেলে ঝগড়া হয় তখন আমি স্থানীয় নেতা তারেকের কাছে গেলে এদিকে ছেলে সজিব কার কাছে যেন খবর পেয়ে বাড়িতে আসে । পরে কি হয়েছে তা জানা নেই। সজিবের চাচী জানান, দুপুরের দিকে মাকে মারার সংবাদ পেয়ে ছেলে সজিব বাড়িতে এসে বাবার সাথে মাকে মারার কথা বলতে গিয়েই বাবার পায়ে কোপ দেয়ছেলে। এসময় তার বাবা সেলিম ঐ ছুরি দিয়েই সজিবের বুকে নিচে আঘাত করে। এসময় সজিব মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী সজিবকে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ভুলতা ফাঁড়ির এসআই হুমায়ুন কবির বলেন, পারিবারিক দ্বন্দ্বে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছে।