কালিরবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে অনেকে ছুটে আসেন। মৃতের পরনে থাকা কাপড় দেখে তাকে সামিউল ইসলাম বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
কুমিল্লা সদর উপজেলায় এক যুবকের অর্ধগলিত মস্তকবিহীন দেহ উদ্ধার করেছে পুলিশ। কালিরবাজার ইউনিয়নের মনশাসন এলাকায় সোমবার সকাল ৯টার দিকে ডোবায় মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম। কালিরবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে অনেকে ছুটে আসেন। মৃতের পরনে থাকা কাপড় দেখে তাকে সামিউল ইসলাম বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা।
সামিউলের মামি লিপি আক্তার জানান, ১১ দিন আগে সামিউল বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়েছিল। তারপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ২১ বছরের সামিউল পেশায় পিকআপ ভ্যানচালক।
ওসি জানান, মৃতের শরীরের বিভিন্ন অংশ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। কয়েকটি অংশ উদ্ধার করলেও এখনও মাথার সন্ধান পাওয়া যায়নি। তদন্ত শেষে হত্যায় জাড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সামিউলের সন্ধান পেতে রোববার তার পরিবার থানায় জিডি করেন বলেও জানান ওসি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।