কুড়িগ্রামে পুলিশকে জনতার ধাওয়ার ঘটনায় থানায় মামলা

মামুনুর রশীদ মামুন, কুড়িগ্রাম

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কচাকাটা বাজারে পুলিশকে লাঞ্চিত ও ধাওয়া করার ঘটনা ঘটেছে। রবিবার (২৫শে জুলাই) নির্ধারিত সময়ের পর কচাকাটা বাজারে জটলা না করা ও মাস্ক পরিধান করতে বলায় জনতা উত্তেজিত হয়ে কচাকাটা থানার এ এস আই বুলবুল ইসলাম ও কনস্টেবল আজমাইনকে ধাওয়া করে।
ধাওয়া খেয়ে তারা কচাকাটা বালিকা উচ্চবিদ্যালয় সড়কে এ এস আই বুলবুল ইসলামের বাসায় প্রবেশ করে।

 

উত্তেজিত জনতা তার বাসার সামনে অবস্থান নেয় এবং গেট ভেঙ্গে ভেতরে চেষ্টা করে। খবর পেয়ে ওসি সহ অন্যান্য পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে এবং উক্ত এ এস আই ও কনস্টেবল কে উদ্ধার করেন।
এ এস আই বুলবুল ইসলাম জানান, আমি কচাকাটা গরুর হাটের দিকে ব্যাপক জটলা দেখি। সেখানে তাদের জটলা না করতে এবং মাস্ক পরতে অনুরোধ করলে সেখানে কয়েকজন আমার উপর চড়াও হয়।
তবে উপস্থিত জনতার কয়েকজন দাবী করেন, ওই এ এস আই অযথাই বাজারের লোকজন ও কয়েকজন দোকানদারের উপর লাঠিচার্জ করেন। সেই ঘটনার রেশ ধরে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে তাদের ধাওয়া করে।
ঘটনার সুত্রধরে কচাকাটা থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা সোমবার (২৬শে জুলাই) সকাল ১১ ঘটিকায় ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেন। মামলার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।