মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসা বাড়ি ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে মাটিরাঙ্গা সহ খাগড়াছড়ি শহরে ঢোকার সব রাস্তা অবরোধ করে রেখেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা থেকে খাগড়াছড়িগামী দূরপাল্লার বেশকয়েকটি গাড়ী ভাঙচুর করে।
মঙ্গলবার (৭ জুন) সকাল ৬টা থেকে মাটিরাঙ্গার বাইল্যাছড়ি যৌথ খামার, বাইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রিংকুম পাড়া এলাকায় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ঢাকা থেকে খাগড়াছড়ির সঙ্গে সংযোগ সড়কগুলো অবরোধ করে রেখেছে বিএনপির নেতাকর্মীরা।
অন্যদিকে, অবরোধের নামে নাশকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।