দিনাজপুরের খানসামা উপজলায় ডলার প্রতারণার সাথে জড়িত প্রতারক চক্রের মূল হোতা ডিবি পুলিশের এএসআই শাহীন ইসলাম ডলার দেওয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে হাতেনাতে আটক হয়েছে।
৮ আগস্ট (সোমবার) সকাল ১১ ঘটিকার দিকে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট কইনাডুবি ব্রীজের মোড়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আটক শাহীন ইসলাম ঠাকুরগাঁও জেলা পুলিশে এএসআই হিসেবে কর্মরত রয়েছেন।
এ ছাড়াও এর আগে তিনি খানসামা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ঘটনার পেয়ে খানসামা থানা পুলিশ তাকে উদ্ধার করে থানায় পুলিশ হেফাযতে নিয়ে পরে জিজ্ঞাসাবাদ করেন।
পরবর্তীতে এ ঘটনায় ডলার ক্রেতা দিনাজপুর সদরের কমলপুর এলাকার যুবক আঃ হান্নান বাদি হয়ে পুলিশের এএসআই শাহীন ও তাঁর সহযোগী গোয়ালডিহি ইউনিয়নের শিমুলতলী এলাকার জয়নুল আবেদীনের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন।
এ বিষয়ে ওসি চিত্তরঞ্জন রায় বলেন, তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। এই চক্রকে ধরতে তাদের আরো জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে পাঠানো হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।