শেখ নাসির উদ্দিন,খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর একটি বেপরোয়া কিশোর গ্যাংয়ের ১০ জন সদস্যকে গ্রেফতার করেছে খুলনা র্যাব-৬।
“কিং অব রূপসা” নামের এই কিশোর গ্যাং নগরীতে ছিনতাই, মাদক সেবন ও নানা অপরাধের জড়িত বলে অভিযোগ র্যাবের।
আজ বুধবার (২৪ নভেম্বর) দুপুরে র্যাব-৬ এর অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন – খুলনা লবনচরার সুইসগেট এলাকার মৃত আশরাফ হাওলাদারের ছেলে মোঃ শাহীন হাওলাদার, মোক্তার হোসেন সড়কের সুলতান আলী শেখের ছেলে শফিকুল ইসলাম অপু, মোঃ নাসির হাওলাদারের ছেলে মোঃ পলাশ হাওলাদার, মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ মেহেদী হাসান রিমন, আকমান শেখের ছেলে হৃদয় শেখ, মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ হৃদয়, শফিকুল ইসলাম বাদলের ছেলে মোঃ মিরাজুল ইলাম রাতুল, শিপইয়ার্ড মোড়ের মোঃ আব্দুল ওহাব শেখের ছেলে মোঃ রাতুল ইসলাম জিসান, কাদের ভাণ্ডার গলির মোঃ রফিকুল ইসলাম রাজার ছেলে মোঃ মৃদুল হাসান তনু, ইসলামবাগ সড়কের মোঃ মিরাজ গাজীর ছেলে মোঃ ফেরদৌস গাজী। প্রত্যেকের বয়স ১৫-১৭ বছরের মধ্যে।
ব্রিফিংয়ে র্যাব-৬ অধিনায়ক জানান, গত ২৩ নভেম্বর দিবাগত গভীর রাতে নগরীর রূপসা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং কে গ্রেফতার করা হয়। সদর কোম্পানী কমান্ডার এসপি মাহফুজুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার লেঃ মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তাদের কাছ থেকে মাদক, ধারালো চাকুসহ নানা ধরনের অপরাধ সংগঠনের কাজে ব্যবহৃত জিনিষপত্র জব্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বেল জানান তিনি।
অপরএক অভিযানে খুলনার বাগমারা এলাকায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার আসামি মোঃ মেহেদী হাসান হৃদয় (২০) নামের একজনকে গ্রেফতার করে র্যাব-৬ এর সদর কোম্পানী। আসামি হৃদয় টুটপাড়া আমতলা এলাকার শেক নজুল ইসলামের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।
র্যাব-৬ এর অধিনায়কের ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন, উপ অধিনায়ক মেজর মাসুদ হায়দার, সদর কোম্পানী কমান্ডার এসপি মাহফুজুল ইসলাম, সদর কোম্পানী স্কোয়াড কমান্ডার লেঃ মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারি পরিচালক লিগ্যাল ও মিডিয়া সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ বজলুর রশীদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।