মাসুদ রানা লেমন, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ ০২ মাদক কারবারি কে গ্রেফতার করেছে রানীশংকৈল থানা পুলিশ।

 

আজ ১৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল নদীবস্তি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীরা হলেন, নইমুল ইসলাম (৪০) ও কুতুব উদ্দিন (৫২)। নইমুল উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল নদীবস্তি গ্রামের জাহেরুল ইসলামের ছেলে এবং কুতুব উদ্দিন একই উপজেলার একই গ্রামের মৃত ছোটনের ছেলে।

 

পুলিশ সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নইমুল ইসলামের কাছ থেকে একশত পঞ্চাশ গ্রাম গাঁজা ও কুতুব উদ্দিনের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রানীশংকৈল থানায় ০৪ ধারায় মামলা করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর ১৯(ক)/৩৬(১) এর ১০(ক) রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।

 

রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ জাহিদ ইকবাল জানান, দুইজনকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।