![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/3-2202111124.jpg)
গাজীপুরের কালীগঞ্জে ইয়াবাসহ মোর্শেদ (৪২) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের উত্তর নারগানা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোর্শেদ জামালপুর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় মোর্শেদসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান ফারুক বলেন, ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা মোর্শেদ গ্রেপ্তার হয়েছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।