গাজীপুর মহানগর ও জেলায় গত বছরে মাদকদ্রব্য সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে ১ হাজার ৯০২টি। এই সময়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৬১২ পিস আর হেরোইন উদ্ধার হয়েছে প্রায় ২০ কেজি। মাদকদ্রব্যের অপব্যবহার রোধ বিষয়ক কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।

গাজীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহযোগিতায় গাজীপুর পিটিআইয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ নাসরীন পারভীনের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ বিন কাশেমের সঞ্চালনায় এতে জেলা প্রশাসক আনিসুর রহমান, জিএমপি’র এডিসি নূর-ই- আলম সিদ্দিক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মোঃ জাফর উল্লাহ কাজল বক্তব্য রাখেন।

কর্মশালায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশ নেন।

 

 

কলমকথা/ বিথী