বিধবার জমি দখল করে পুকুর খননের প্রতিবাদে ফেসবুকে পোস্ট করায় দুই ছাত্রলীগ নেতার উপর হামলা করেছে চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের অভিযুক্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম ও বিএনপি ক্যাডাররা। এতে আহত হয়েছেন গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুরুল হোদা স্বপনসহ তিন জন। হামলার ঘটনায় হানিফ নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ি এতিমখানার সামনে স্থানীয় চেয়ারম্যান শহিদুল ইসলামের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত দুরুল হোদা স্বপন ও স্থানীয় ব্যবসায়ী রনি গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। অপর আহত ছাত্রলীগের কর্মী অসিম মিয়া কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই হামলার ঘটনায় বিএনপি ক্যাডারদের তীব্র নিন্দা ও গ্রেফতারের দাবি জানিয়েছেন গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগ নেতার উপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছে বাঙ্গাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়; উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুরুল হোদা স্বপন সহ কয়েকজন নেতাকর্মী স্থানীয় এতিমখানায় একটি সালিশে গেলে অতর্কিত হামলা করে বিএনপির ক্যাডাররা। এসময় বিএনপি নেতা বাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম নিজেই নেতৃত্ব দেয় এবং ফেসবুক পোস্টে দেওয়ার জন্য গালিগালাজ করে। এসময় সে আওয়ামী লীগ, ছাত্রলীগকে নিয়ে গালিগালাজ করে বড় নেতা হয়ে গেছিস জীবনে শেষ করে দেওয়ার হুমকি দিয়ে তার ক্যাডার বাহিনী হকিস্টিক, রড, লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এসময় চেয়ারম্যান শহিদুল ইসলামের নেতৃত্বে বিএনপি ক্যাডার ইমাম, জিম, মেহেদী, রিপন, হানিফ সহ ৭-৮ জন হামলায় অংশগ্রহণ করে। হামলায় গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুরুল হোদা স্বপন, ছাত্রলীগ কর্মী অসিম মিয়া ও রনি নামের একজন আহত হন।

তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের দেখতে যান জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান ও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

গতরাতে স্থানীয় চেয়ারম্যান শহিদুল ইসলামকে প্রধান আসামি করে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান। মামলায় হানিফ নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।