আরিফুল ইসলাম,হরিণাকুণ্ডু(ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে স্বামীকে ঘুমের ঔষধ খাওয়াইয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও হয়েছেন এক প্রবাসীর স্ত্রী। যাওয়ার সময় নিয়ে গেছেন প্রবাসী স্বামীর কয়েক লাখ নগদ টাকা ও স্বর্ণালংকার।

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার ফলসি ইউনিয়নের শড়াতলা গ্রামে। প্রেমের টানে পালিয়ে যাওয়া গৃহবধূর নাম মুক্তা খাতুন। তিনি হরিণাকুণ্ডু উপজেলার ফলসি ইউনিয়নের শড়াতলা গ্রামের প্রবাসী কাশেম আলীর স্ত্রী এবং একই উপজেলার জোড়াদহ ইউনিয়নের বেলতলা মন্ডলপাড়া গ্রামের মতিয়ার রহমানের মেয়ে তিনি।

জানা যায়,তার স্বামী বেশ কয়েক বছর ধরে বিদেশে রয়েছেন। গৃহবধূ মুক্তা খাতুন এক সন্তানের জননী। বর্তমানে নতুন প্রেমিকাকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। মুক্তা খাতুনের নতুন স্বামীর নাম সবুজ আলী (৩২) গ্রামের বাড়ি শড়াতলা গ্রামে। এলাকায় জনশ্রুতি আছে তিনি একজন পশু চিকিৎসক। তার পিতাও একজন গ্রাম্য ডাক্তার। এটি একটি জঘন্যতম অপরাধ। এদের বিচার হওয়া উচিৎ বলে জানান, চারুমননেছা মাধমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ফজলুর রহমান।
প্রেমের টানে পালিয়ে যাওয়া গৃহবধূর মুক্তা খাতুন ও তার প্রেমিক পশু চিকিৎসক সবুজ আলী’র মোবাইল ফোনটি বন্ধ থাকায় তাদের কোনও বক্তব্য পাওয়া যায় নি।পশু চিকিৎসক সবুজ আলী’র প্রথম স্ত্রী এক সন্তানের জননী।একজন গ্রাম্য পশু ডাক্তারের এধরনের জঘন্য অপরাধ কখনো ক্ষমা করা যায় না। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দ্বাবী করছি বলেও জানান উপজেলার ফলসী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার টুটুল হোসেন।

এদিকে হরিণাকুণ্ডু থানা পুলিশের এস আই গিয়াস উদ্দীন
সাথে যোগাযোগ করলে তিনি জানান,এব্যাপারে ৪ মার্চ ২০২৩ ইং তারিখে থানায় একটি অভিযোগ করেছে ভূক্তভুগীর পরিবার। অভিযোগ পেয়ে আমরা ঐ এলাকায় গিয়েছিলাম। ছেলে ও মেয়ের উভয়ের মোবাইল ফোন বন্ধ আছে। তবে আমাদের এই অভিযান অব্যাহত আছে।