![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/03/4320155b-3bb8-48ae-a15d-6414ddcc20a0_nn.jpg)
কুমিল্লায় ১৮ বছর পর দুই ঘাতকের ফাঁসি কার্যকর আজ
কুমিল্লায় ১৮ বছর পর দুই ঘাতকের ফাঁসি কার্যকর আজ
দীর্ঘ ১৮ বছর পর আজ চট্টগ্রামে চাঞ্চল্যকর শফিউদ্দিন হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শিপন হাওলাদার (বন্দি নং ৫০৭৯/এ) ও নাইমুল ইসলাম ইমনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে। মঙ্গলবার (৮ মার্চ) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রাত ১১টা থেকে ১২টার মধ্যে তাদের ফাঁসি কার্যকর হবে।
সোমবার (৭ মার্চ) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী-১ চট্টগ্রাম কার্যালয়ের উচ্চমান সহকারী ছিলেন শফিউদ্দিন। এছাড়াও তিনি ছিলেন স্থানীয় রেলওয়ে আমবাগান এলাকার আইনশৃঙ্খলা রক্ষা কমিটির আহবায়ক।
তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মদ, জুয়া ও রেলওয়ের অবৈধ সম্পদ দখলের প্রতিবাদে সোচ্চার থাকার কারণে রেলওয়ের জায়গা থেকে চার দফায় অবৈধ বস্তি ও কলোনি উচ্ছেদ করতে বাধ্য হয় প্রশাসন।
এসব ঘটনার জের ধরে সন্ত্রাসীরা তাকে হত্যার পরিকল্পনা করে। ২০০৩ সালের ১৪ জুন চট্টগ্রাম নগরের খুলশীর উত্তর আমবাগান রেলওয়ে কোয়ার্টারের ৩৬/এ বাসায় ঢুকে শফিউদ্দিনকে গুলি চালিয়ে হত্যা করে ঘাতকরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।