২০২০ সালের ২১ জুলাই চট্টগ্রামের হালিশহর থানাধীন রহমানবাগ আবাসিক এলাকার একটি বহুতল ভবনের চতুর্থ তলার তালাবন্ধ কক্ষ থেকে পচা দুর্গন্ধ বের হয়। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে গলায় কালো রংয়ের পায়জামা মোড়ানো অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে। মৃত্যুর দেড় বছর পর জানা গেল অজ্ঞাত সেই নারীর পরিচয়।

ওই নারীর নাম লাকী আক্তার পিংকি ওরফে আফসানা (২৫)। বিয়ের মাত্র ৬ মাসের মধ্যেই স্বামী সোহাইল আহমেদ নির্মম নির্যাতন করে তাকে খুন করে। আর এ খুনে সহযোগিতা করে সোহাইলের তৃতীয় স্ত্রী নাহিদা। ঘটনার পর থেকে পলাতক ছিল সোহাইল।

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মো. আল মামুন বলেন, রোববার রাতে বাগেরহাট জেলার মংলা থানার মিঠাখালী গ্রাম থেকে দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে সোহাইলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে আফসানাকে খুনের সহযোগী হিসেবে তার তৃতীয় স্ত্রী নাহিদা আক্তারকে (২২) সোমবার নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।