টাঙ্গাইলের আলোচিত ঈগল এক্সপ্রেসের চলন্ত বাসে ডাকাতি ও গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া ৪ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ ছাড়া অপর ৬ জনকে ৩ দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যায় সংশ্লিষ্ট্য আদালতের বিচারক তাদের জবানবন্দি ও রিমাণ্ড মঞ্জুর করেন।

জবানবন্দিকারীরা হলেন, মো. আলাউদ্দিন (২৪), আসলাম তালুকদার ওরফে রায়হান (১৮, রাসেল তালুকদার (৩২) এবং নাঈম সরকার (১৯)। রিমাণ্ডকৃতরা হলেন, মূল পরিকল্পনাকারী রতন হোসেন (২১), সোহাগ মন্ডল (২০), খন্দকার মো. হাসমত আলী ওরফে দীপু (২৩), বাবু হোসেন ওরফে জুলহাস (২১), মো. জীবন (২১), আব্দুল মান্নান (২২)। আদালত সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে ১০ জনকে আদালতে তোলেন ডিবি পুলিশ।

এর মধ্যে ৪ জন আদালতে জবানবন্দি দেন। অপরদিকে ডিবি পুলিশ ৬ জনকে ৭ দিন করে রিমাণ্ডে আবেদন করেন। পরে শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ফারাজানা হাসনাত ৩ দিন করে রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন।