চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় প্রায় ৪০ লাখ টাকা দামের ছয়টি সোনার বার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার রাতে উপজেলার হরিহরনগর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয় বলে জীবননগর থানার ওসি আব্দুল খালেক জানান।
তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে রাত ৮টার দিকে পুলিশ হরিহরনগর গ্রামের জেলেপাড়ায় শাহার আলীর ছেলে আব্দুল হান্নানের বাড়ি ঘিরে ফেলে। পরে আব্দুল হান্নানের স্ত্রী চায়না খাতুনের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তল্লাশি করে টেলিভিশনের নিচ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করে। ”
এর দাম ৩৯ লাখ ৫১ হাজার ৭৫০ টাকা।” এ ব্যাপারে রাতেই থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ, জানিয়েছেন ওসি আব্দুল খালেক।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।