দেবাশীষ চক্রবর্ত্তী বাবু : কলারোয়ার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়ায় বৈদ্যতিক সকলেগে রঞ্জিত বিশ্বাস নামের এক যুবকের মৃত হয়েছে।
(৩রা নভেম্বর বুধবার) আনুমানিক সন্ধা ৭টার দিকে রঞ্জিত বিশ্বাস (২৭) পিতা মৃত তারাপদ বিশ্বাস নামের যুবকের বৈদ্যতিক সকলেগে মৃত্যু হয়েছে। মৃত সনঞ্জিত বিশ্বাসের একটি ৪ বছরের শিশু সন্তান রয়েছে। কি তার ভবিষ্যত? এমনি প্রশ্ন পরিবার ও স্থানীয়দের।
স্থানীয় সুত্রে জানাগেছে, বুধবার সন্ধা নাগাদ রঞ্জিত বিশ্বাস ফ্রিজের বৈদ্যতিক সংযোগ দেওয়ার জন্য পাশ্ববর্তি রামকৃষ্ণপুর গ্রামের আঃ লতিফ সরদারের বাড়িতে গিয়ে বৈদ্যতিক কাজ করার সময় তার বৈদ্যতিক সক লাগে, তাৎক্ষনিক আঃ লতিফ বিশ্বাস বুঝতে পেরে বৈদ্যতিক মেইনসুইচ বন্ধকরে দেয়, রঞ্জিত বিশ্বাস বৈদ্যতিক সক থেকে ছিটকে পড়ে, ঘটনাস্থল থেকে রঞ্জিত বিশ্বাস কে আঃ লতিফ বিশ্বাস সহ তার প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে রামকৃষ্ণপুর মোড়ে নিয়ে আসে এবং এ্যাম্বুলেঞ্চের অপেক্ষা করতে থাকে, এ্যম্বুলেঞ্চ আসামাত্র রঞ্জিত বিশ্বাস কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে।
মৃত রঞ্জিত বিশ্বাসের কাকা জগদীস বিশ্বাস জানিয়েছেন, পাশ্ববর্তি রামকৃষ্ণপুর গ্রামের আঃ লতিফ সরদারের বাড়িতে গত কাল সন্ধায় বৈদ্যতিক কাজের সময় বৈদ্যতিক সক লাগে, সেখান থেকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েগেলে ডাঃ তাকে মৃত বলে জানান।
রামকৃষ্ণপুর গ্রামের আঃ লতিফ সরদারের বাড়িতে গেলে তার ছেলে আঃ রহিম ও একি তথ্য দিয়েছে, ফ্রিজের প্লাগ দেওয়ার সময় সঞ্জিত বিশ্বাসের বৈদ্যতিক সকলাগার কারনে তার মৃত্যু হয়েছে।
সঞ্জিত বিশ্বাসের মৃত্যুতে পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকা থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত সঞ্জিত বিশ্বাসের মৃত দেহের সতকারের ব্যাবস্থা চলছে এবং পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া বিরাজ করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।