ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সালন্দর ইউনিয়নের সালন্দর সাহাপাড়া গ্রামের মৃত আব্দুল সামাদ এর ছেলে আবু বক্কর সিদ্দিক পারিবারিক নির্যাতনের কারণে জেরে সন্তানদের কাছে লাঞ্ছিত হয়ে লজ্জায় আবু বক্কর সিদ্দিক (৬৭) ১০ সেপ্টেম্বর শুক্রবার ভোরে তিনি বাড়ির পাশের একটি মেহগনী গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে তাদের বাড়িতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বৈঠক ছিল। বৈঠকে তিনি সন্তানদের কাছে লাঞ্ছিত হন।
তা সহ্য করতে না পেরে ভোরবেলা বাড়ির অদূরে একটি গাছের সাথে রশি পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। এ ব্যাপারে সদর থানায় একটি ইউডি মামলা হয়। এ ব্যাপারে সদর থানার এসআই আশরাফ আলী জানান, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার পর তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।