ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর এলাকায় প্রায় ১৫ ফুট উচ্চতা একটি গাজার গাছ সহ এক ব্যক্তি আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তি আরাজী চন্ডিপুর নীলার হাট এলাকার নুর হোসেন ছেলে জলিল (৩৮)।
বৃহস্পতিবার (২ফেব্রুয়ারী ) দুপুরের দিকে চন্ডিপুর এলাকায় জলিলের বাসায় অভিযান চালিয়ে প্রায় ১৫ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান বলেন আটককৃত ব্যক্তি গাঁজা চাষ করতেন এমন সংবাদের ভিত্তিতে জলিলের বাসায় অভিযান চালিয়ে গাজা গাছসহ তাকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, আটককৃত ব্যক্তি গাজা ব্যবসায়ী এবং সেবনের সাথে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে আরো তথ্য জানার চেষ্টা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।