মোঃ আকাশ রহমান, স্টাফ রিপোর্টার

ঠাকুরগাঁওয়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি সহ ২ জুয়ারীকে আটক করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের অভিযান টের পেয়ে বাকিরা দৌড়ে পালালেও ধরা পড়েন ঠাকুরগাঁও পৌরসভাধীন ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন (৩২) ও মোস্তাফিজুর রহমান (২৬)।

 

শনিবার (২১ আগষ্ট) সন্ধ্যায় শহরের খালপাড়া (ডিসি বস্তি) নামক এলাকা থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।

 

আটক ফরহাদ হোসেন পৌরসভাধীন মুন্সিপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে এবং ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও মোস্তাফিজুর রহমান একই এলাকার মৃত আবুল কাসেম এর ছেলে।

 

আটকের সত্যতা নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক নবিউল ইসলাম জানান, গোপন সংবাদে খবর পেয়ে শহরের খালপাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান নামে ২ জুয়ারীকে আটক করা হয়েছে।তিনি বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা পরিচালনা করতো বলে অভিযোগ রয়েছে।

আটক জুয়াড়িদের পরবর্তীতে ডিবি পুলিশ থেকে সদর থানায় হস্তান্তর সহ এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।