বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগে ছেলেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

 

পুলিশ জানায়, ঠাকুরগাঁও পৌরসভার মুসলিমনগরের দুলাল হোসেনকে তার মাদকাসক্ত ছেলে মো: শহীদ (২০) প্রায়ই মারধর করত। শনিবার শহীদ তার নিজ ঘরে নেশাজাতীয় দ্রব্যগ্রহণ করে ঘর ভাঙচুর করতে থাকে। এ সময় তার বাবা দুলাল হোসেন বাধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

 

বাবা দুলালের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে শহীদকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সদর থানার পুলিশ ফোর্সসহ সেখানে উপস্থিত হন। পরে অভিযুক্ত শহীদ অপরাধ স্বীকার করলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন জানান, মাদক সেবনের অপরাধে অভিযুক্ত শহীদ আগেও কারাভোগ করেছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।