ঠাকুরগাঁও সদর হাসপাতালের ভূয়া ছাড়পত্র দেওয়ার দালালকে ভ্রাম্যমাণ আদালতে বিনাশ্রম ১ মাসের কারাদণ্ড

 

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।। 

ঠাকুরগাঁওয়ে শনিবার দূপুরে আধুনিক সদর হাসপাতালে ১ রোগীর আত্মীয়কে হাসপাতালের রোগীর ভূয়া ছাড়পত্র দেয়ার সময় আটক করেন সদর উপজেলা নির্বাহী অফিসার।

জানা যায়,বড়গাঁও নিবাসী মোঃ রফিকুল ইসলাম (৩৫) পিতা মৃত আবু ইমারান কে হাতে নাতে আটক করে হাসপাতালের আবাসিক চিকিৎসক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সেখানে সদর থানার পুলিশ ফোর্স সহ উপস্থিত হয়ে ঘটনা উদঘাটন করেন এবং রফিকুল কে জিজ্ঞেস করলে সে তার অপরাধ স্বীকার করেন,তিনি হাসপাতালে দালালি করে রোগী ভর্তিসহ অন্যান্য কাজ করেন।সরকারি নির্দেশনা অমান্য করে হাসপাতালের ছাড়পত্র নিজে তৈরি করে প্রদান করায় তাকে উপজেলা নির্বাহী অফিসার ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।