নুরুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া নতুন বাজারে ২২ আগস্ট রবিবার প্রথম প্রহরে রায় জুয়েলার্স এ দূধর্ষ চুরির ঘটনা ঘটে। দোকান মালিক শ্রী হেমন্ত কুমার রায় বলেন আমার দোকানে প্রায় ১০০ ভরি রূপা ও দের ভরি স্বর্ণ সহ নগদ ক্যাশ ৫০০/১০০০ টাকা ছিলো।এতে আনুমানিক প্রায় ২লক্ষ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি দেখিয়েছেন শ্রী হেমন্ত কুমার রায়। এইদিকে দোকান পরিদর্শন করতে এসেছিলেন খালিশা চাপানী ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান সরকার,ইউনিয়ন আওয়ামীলীগের সা: সম্পাদক আখতারুজ্জামান আকুল চৌধুরী, বাজার কমিটি ওবায়দুল সহ অনেকেই।

পরিদর্শন শেষে তারা বলেন বাজারে প্রায় কয়েমান থেকে চুরি হচ্ছে কিন্তু চোর ধরা ছোঁয়ার বাইরে।এই বিষয়ে আমরা বিশেষ তদন্ত চলছে। অন্যদিকে বাজার নাইট গাট এর অভিযোগ আমরা এই বিষয়ে কিছু জানি না। অপরদিকে ডিমলা থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বলেন ঘটনার কোনো অভিযোগ আমরা পায়নি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।