মোঃ তাহেরুল ইসলাম নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় স্ত্রী সন্ধ্যা ঋষি (৪৫) হত্যার অভিযোগে স্বামী মানিক ঋষিকে (৫০) গ্রেফতার করেছে ডিমলা থানার পুলিশ। শুক্রবার ১৫ এপ্রিল সকালে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিমলা থানা পুলিশের একটি দল লালমনিরহাটের হাতীবান্ধার গুড্ডিমারি বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত মানিককে গ্রেফতার করে।এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ছেলে শ্যামল ঋষি।

নিহত সন্ধ্যা ঋষি (৪৫) উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের কাকড়া বাজার সংলগ্ন ঋষিপাড়া গ্রামের মানিক ঋষির(৫৫) স্ত্রী। এজাহার সূত্রে জানা যায়,গত বুধবার পারিবারিক কলহের জেড় ধরে বুধবার ১৩ এপ্রিল সন্ধ্যাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের চৌকিতে ফেলে পালিয়ে যায় মানিক ঋষি। পরে প্রতিবেশিদের সন্দেহ হলে ঘটনাটি জানাজানি হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। ডিমলা থানার পুলিশ পরিদর্শক বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে । অভিযুক্তকে গ্রেফতার করে বিকাল চারটায় নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।