অদ্য ২৩ মার্চ ২০২২ তারিখ রাত ২২০০ ঘটিকার সময় সাংবাদিক আজিজুর বিশ্বাস নড়াইল থেকে লোহাগড়া উপজেলার রামপুর এলাকায় পৌঁছালে মাটি ভর্তি ১০ চাকা ড্রাম ট্রাকের সাথে পার্শ্ব সংঘর্ষ হয়।
উক্ত সংঘর্ষে সাংবাদিক আজিজুর বিশ্বাস ছিটকে পড়ে গুরুতর আহত হয়, মোটরসাইকেল ভেঙ্গে দুমড়ে যায়। সাংবাদিক আজিজুর বিশ্বাস কে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার সহকর্মী সাংবাদিকগন তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। সাংবাদিক আজিজুর বিশ্বাস গুরুতর আহত হয়েছে, ১০ চাকার ড্রাম ট্রাকের সাথে।১০ চাকা ড্রাম ট্রাক সর্বদা বেপরোয়া ভাবে চলছে দেখার কেউ নেই। মাটির বিক্রেতা নজরুল লক্ষীপাশা জালালের চায়ের দোকানে বসে জনসম্মুখে বলেন অবৈধ মাটি ভর্তি ট্রলি, থানায় ও সাংবাদিক কে টাকা দিলে বৈধ হয়ে যায়। নজরুল আরো বলেন সাংবাদিক আজিজুর বিশ্বাস ড্রাম ট্রাকের চাকার নিচে পড়ে গেলে ভালো হতো।
সাংবাদিক আজিজুর বিশ্বাস কে উক্ত অ্যাক্সিডেন্টের বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি অবৈধ ট্রলি নিয়ে অনেকবার নিউজ করেছি আর তারই জের ধরে মাটি বিক্রেতা নজরুল আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে ড্রাম ট্রাক দিয়ে পরিকল্পিতভাবে মাস্টার প্ল্যান করে গতকালকে দুর্ঘটনাটি ঘটিয়েছে। সাংবাদিক আজিজুর বিশ্বাস বলেন মাটি বিক্রেতা নজরুল আমাকে মেরে ফেলে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল এবং সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে আমিও আমার গাড়িটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি মামলা দিব।
মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের সংঘর্ষের বিষয় নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন কে মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি একটা মিটিং এ আছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।