আন্তর্জাতিক ডেস্ক || পানি নিয়ে সংঘর্ষে নিহত ১৩ কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে পানি নিয়ে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে বহু মানুষ। সংঘর্ষ এড়াতে ১০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, সীমান্তে নজরদারি ক্যামেরা স্থাপনের পর বুধবার উভয় পক্ষ একের অপরের দিকে পাথর ছুড়ে মারতে শুরু করে। হতাহতরা সবাই কিরগিজস্তানের। তবে তাজিকিস্তানে কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি।

এ ঘটনার পর শান্তিচুক্তি হয়েছে এবং সেনা প্রত্যাহার করা হয়েছে। তবে এরপরও গোলাগুলির খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় ১০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছে।

বিতর্কিত এলাকাটি কিরগিজস্তানের বাতকেনে অবস্থিত। বাতকেনের গভর্নর জানিয়েছেন, পানির ওপর নজরদারির সরঞ্জাম অপসারণের ব্যাপারে উভয় পক্ষ একমত হয়েছিল। কিন্তু পরে তাজিকিস্তান অস্বীকার করে। এ ঘটনার পর দুই পক্ষের সীমান্তরক্ষী বাহিনী সংঘাতে জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার উভয়পক্ষের সেনারা গুলি বিনিময় করেছে। তবে স্থানীয় সময় রাত ৮টায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।