ধর্মসভার ব্যানারে নাম দেওয়াকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ারকে কুপিয়ে আহত করেছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। গুরুতর আহত আওয়ামী লীগ নেতা শহীদ সরোয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজ শনিবার বিকেল ৩টার দিকে কাজীপুর উপজেলার গান্দাইল দক্ষিণপাড়া গ্রামের নয়াবাড়ী এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
কাজীপুর উপজেলা আওয়ামী লীগ নেতাদের সূত্রে জানা যায়, ধর্মসভার ব্যানারে নাম দেওয়াকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ার ও গান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক লিখন মিয়ার মধ্যে বিরোধ শুরু হয়। এরই জেরে শহীদ সরোয়ারের ওপর হামলার ঘটনা ঘটে। তাঁর দুটি পায়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আওয়ামী লীগ নেতা শহীদ সরোয়ারের ভাতিজা রাজিব বলেন, গান্দাইল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন মিয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিব হোসেন ও ছাত্রলীগকর্মী জাকির হোসেনের নেতৃত্বে হামলা চালানো হয়। তারা শহীদ সরোয়ারের দুটি পা কুপিয়ে আহত করেছে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করেউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এর আগে ছাত্রলীগের নেতারা শহীদ সরোয়ারের বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির মহিলাদের অস্ত্রের ভয় দেখিয়ে চলে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার চেয়ারম্যান খলিলুর রহমান শিরাজী বলেন, ঘটনাটি দুঃখজনক। ধর্মসভার ব্যানারে নাম দেওয়াকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। যারা এই হামলার সাথে জড়িত তাদের
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।