নওগাঁর ধামইরহাটে ৬০ বোতল ফেনসিডিলসহ মো. গোল্ডেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আড়ানগর ইউনিয়নের কাদিপুর নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন বিষয়টি জানিয়েছেন। গ্রেপ্তার মো. গোল্ডেন (২৬) একই এলাকার আব্দুল করিমের ছেলে।
ওসি আবদুল মমিন জানান, শনিবার উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে ওই এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে তাকে হাজতে পাঠানো হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।