অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিচ এম্পল সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন ফুলবাড়ী উপজেলার নথন জামাদ্দানী এলাকার মোঃ মাসুদ রানার স্ত্রী রোকেয়া বেগম, বিরামপুর উপজেলার এফইর(ধোপাওটা)এলাকার মোঃ ছাকেরুল ইসলামের স্ত্রী শান্তনা খাতুন, বিরামপুর উপজেলার ললিয়ারপাড়া বিজুল এলাকার মোঃ জসিম উদ্দিনের ছেলে হাবিব মিয়া।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাত ৯ টায় ওয়াজেদ মিয়া সেতু (কাঁচ দাহ ব্রিজ) এলাকায় বিশেষ অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৫ হাজার পিচ এম্পলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। মাদক নির্মূলে নবাবগঞ্জে নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Attachments area