বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোর চক্রের ২ জনকে আটক করেছে বিরামপুর থানা পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত আসামীরা হলেন-নওগাঁ সদর থানার ভবানীপুর দক্ষিণপাড়া কাঁঠালতলী গ্রামের নুরুল হকের ছেলে আশিক (২০) ও বগুড়া জেলার আদমদীঘি থানার পৌওতা গ্রামের মৃত: মোড়লা সরদারের ছেলে রমজান আলী (৩২) এই সূত্রে বিরামপুর থানা পুলিশ জানায়।
গত রোববার ও সোমবার এই দুইদিন বগুড়ার আদমদীঘি ও নওগাঁ সদর এলাকায় লোকাল পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করে বিরামপুর থানা পুলিশ।
বিরামপুর থানা সূত্রে জানা যায় যে, সিনিয়র সহকারি পুলিশ সুপার, বিরামপুর সার্কেল একেএম ওহিদুন্নবী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের দিক-নির্দেশনায় ও তদন্ত(ওসি) মাহাবুবুর রহমান সরকারের সার্বিক তত্বাবধানে এসআই মামুনুর রশিদ এবং সঙ্গীয় ফোর্সসহ গত রোববার ও সোমবার বগুড়ার আদমদীঘি ও নওগাঁ সদর থানা এলাকায় লোকাল পুলিশের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে আশিক ও রমজান আলীকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে তাদেরকে নিয়ে অভিযান পরিচালনা করে নওগাঁ সদর থেকে ১টি ও বিরামপুর থেকে ১টি থ্রি ফেজের হ্যাকজিং চোরাই মিটার উদ্ধার, বিকাশে টাকা দাবি করা সীমসহ মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় বিরামপুর থানার মামলা হয়েছে। ৩৭৯ ধারায় পেনাল কোড সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদেরকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।