নুরুজ্জামান সরকার,(নীলফামারী) জেলা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার বঙ্গবন্ধু চত্বর এ জলঢাকা থানা পুলিশের অভিযানে তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মমিনুর রহমান (৪২) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে জলঢাকা থানা পুলিশ। এস আই পলাশ জানান, রাত প্রায় ৮ টায় একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধু চত্বরে যাই। মাদক ব্যবসায়ী মমিনুর রহমান খুব চালাকি করে স্কুল ব্যাগ এ করে গাজা নিয়ে পালানোর চেস্টা করে। কিন্তু আমরা তাকে আটক করতে সক্ষম হই। বৃহস্পতিবার (০৭ অক্টোবর ) দিনগত রাতে জলঢাকা থানা ওসি ফিরোজ কবিরের নির্দেশে এস আই পলাশের নেতৃত্বে রাত ৮ টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু চত্বর থেকে তাকে আটক করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির জানান, এক মাদকব্যবসায়ী গাঁজাসহ বঙ্গবন্ধু চত্বরের সামনে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তিন কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মমিনুরকে আটক করা হয়।দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নীলফামারীর বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে জলঢাকা থানায় একটি মাদকদ্রব আইনে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং আসামিকে জেল হাজতে পেরণ করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।