নুরুজ্জামান সরকার, জেলা প্রতিনিধি (নীলফামারী):

 

নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা মৃত জশিয়ার রহমানের দুই পুত্র মাসুদ হায়দার ও সাঈদ বাবুর বাড়ীতে চেতনা নাশক দ্রব্য স্প্রের মাধ্যামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

 

শনিবার (১৮-সেপ্টেম্বর) গভীর রাতে চেতনা নাশক দ্রব্য স্প্রের করে পরিবারের সবাইকে অজ্ঞান করে বাড়ী থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল চুরি করে।যার আনুমানিক মুল্য পাঁচ লক্ষ টাকা।

 

সকালে চুরির খবর পেয়ে ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক সরকার ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক ডিমলা থানায় অবগত করেন তিনি। এর পর সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লা, অফিসার ইনর্চাজ মোঃ সিরাজুল ইসলাম, তদন্ত ওসি বিশ্বদেব রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে চিহিৃত করে গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম (সিরাজ)।