মোঃ এনামুল হক লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইলে আলোচিত লিয়াকত সিকদার হত্যা মামলায় নাছিম সিকদার (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ| আদালতে ১৬৪ ধারায় স্বীকারক্তি মূলক জবানবন্দী দিয়েছে বলে জানা গেছে| নাছিম সীমাখালী এলাকার তবিবর রহমান সিকদারের ছেলে| নড়াইলে লিয়াকত শিকদার (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছিলো দুর্বৃত্তরা| জানা যায়, গত শনিবার (২৮ আগস্ট) ৮টার দিকে শহরতলীর সিমাখালী এলাকার নবু শেখের বাড়ির পাশের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়|
নিহত লিয়াতক শিকদার সিমাখালী এলাকার সোহরাব সিকদারের ছেলে| পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরন করে| স্থানীয়রা জানান, লিয়াকত সিকদারের সাথে স্থানীয় আধিপত্য নিয়ে আউড়িয়া ইউপি চেয়ারম্যান পলাশ মোল্যার সাথে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছিলো | সম্প্রতিক সময়ে কয়েকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে| উক্ত ঘটনায় আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পলাশ মোল্যাকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়| নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ১৭জনের নাম উল্লেখসহ ৪/৫ জন অজ্ঞাতদের আসামী করে এ মামলা দায়ের করেন| মামলা নং -২৩, ২৯আগস্ট ঘটনাটি ঘটে|
এদিকে লিয়াকত হত্যা মামলার আসামী মোঃ নাছিম উদ্দিন সিকদার(২৩) নামে একজনকে নারায়ণগঞ্জ থেকে আটক করে পুলিশ| মোঃ নাছিম উদ্দিন সিকদার পিতা,তবিবর রহমান সিকদার আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামে বাড়ি| মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মারুফ -উল ইসলাম এর সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে নাছিম সিকদারকে আটক করেছে|
শনিবার ৪ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নড়াইলের বিচারক মোর্শেদুল আলম এর আদালতে নাছিম সিকদারকে হাজির করা হয়| আদালতে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয় আসামি। জবানবন্দি শেষে নাছিম সিকদারকে কারাগারে প্রেরন করা হয় | মামলার অন্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে|
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।