মোঃ এনামুল হক,লোহাগড়া স্টাফ রিপোর্টার: নড়াইল জেলার কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে অস্ত্রসহ সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র আটক করে পুলিশ।
আটককৃতরা হলো বিষ্ণুপুর গ্রামের রজ্জাক বিশ্বাসের ছেলে আমির হোসেন (৩৭),জাঙ্গাগীর হোসেন মিনার ছেলে মনির হোসেন মিনা(৩৫),মৃতঃ শাহিদুল শেখের ছেলে রিয়াজ শেখ (২৩),মৃতঃ মিজানুর মোল্যার ছেলে রাজিব মোল্যা (৪০), ও মৃতঃ ওমি শেখের ছেলে ইজাজুল শেখ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল রাত ৮টা সাড়ে ৮টা থেকে ওই সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র অস্ত্র সহ এলাকায় ঘোরাফেরা করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাত ২টার দিকে একটি বন্ধুকসহ আটক করে। হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোহাম্মদ বলেন, ওই সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আমাকে হত্যা করার পরিকল্পনা থাকতে পারে। কারন সামনেন নির্বাচন আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার বিপক্ষের লোকেরা এই ঘৃনীত পরিকল্পনা করতে পারে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া আটকের বিষয়ে নিশ্চিত করে বলেন,ওরা কোন একটি জায়গাতে সন্ত্রাসী কর্মকান্ড করার পরিকল্পনা করেছিল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।