পিরোজপুর জেলার স্বরূপকাঠির সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদ টিকাগ্রহণে কেন্দ্রে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলার সুটিয়াকাঠি কেন্দ্রে যথাসময়ে টিকা নিতে না পেরে অনেকেই বাড়ি ফিরেছেন। এছাড়া ওই কেন্দ্রে কোনো ধরনের বিধিনিষেধ মানা হয়নি। কেন্দ্রে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কয়েকজন যুবক সংঘাতে জড়ান। এ সময় তিনজন আহত হয়।
পুলিশ মারামারির ঘটনাটি স্বীকার করলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক ফিরোজ কিবরিয়ার দাবি- বিশৃঙ্খলা ঠেকাতে এ উপজেলায় প্রতিটি টিকা কেন্দ্রে প্রয়োজনীয় আনইশৃঙ্খলা বাহিনীর সদসদের রাখা হয়েছে। এখন পর্ষন্ত কোনো মারামারির পাননি তিনি।
স্বরূপকাঠি থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, টিকা নিতে এসে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ঝামেলা হয়েছিল, পরে পুলিশ বিষয়টি সমাধান করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।