ফেনীতে সম্পত্তির বিরোধ নিয়ে ছেলে সাইফুল ইসলাম ও পুত্রবধূ নাছিমা আক্তার পলির লাঠির আঘাতে বাবা সামছুল হক নিহত হয়েছেন। সদর উপজেলার দেবীপুরে শনিবার রাতে এ ঘটনা ঘটে। ফেনী থানা পুলিশ জানায়, সামছুল হকে চার ছেলে রয়েছে। সম্পত্তি নিয়ে বিরোধের কারণে ছেলেরা পৃথকভাবে বসবাস করেন। কিন্তু সম্পত্তি নিয়ে প্রায়ই তাদের মধ্যে বাগবিতণ্ডা হতো। শনিবার বিকালে গাছের কাঁঠাল নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। সন্ধ্যায় ছেলে ও পুত্রবধূ সামছুল হককে গালাগাল করতে থাকেন। সামছুল হক ঘর থেকে বের হয়ে এর প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে বৃদ্ধের ওপর হামলা করে। কিল-ঘুসি ও লাঠি দিয়ে তাকে পেটাতে দেখে বড় ছেলে বাচ্চু মিয়ার স্ত্রী এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয়। পরে বাড়ির লোকজন সামছুল হককে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সাহাব উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন, শর্শদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলম ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন বলেন এ ঘটনায় মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।