শাহজালাল মোল্লা নগরকান্দা প্রতিনিধি:ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুরাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিশ্বনবী হযরত মুহাম্মদ( সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) কে অবমাননাকর কটুক্তির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । ১২ জুন ( ২০২২) ইং তারিখ রোজ রবিবার বিকাল ৫ ঘটিকার সময় রবি খানের সভাপতিত্বে পুরাপাড়া ইউনিয়নের তৌহিদী জনতার আয়োজনে এ প্রতিবাদ সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে । এ প্রতিবাদ সভা ও মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুফতি সৈয়দ মোস্তাফিজুর রহমান , হাফেজ মাওলানা নুরুল আমিন ,হাফেজ মোঃ জিকরুল্লাহ ,পুরাপাড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন সহ এলাকার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম বৃন্দ । বক্তারা অনতিবিলম্বে ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুরশর্মা ও মিডিয়া প্রধান নবীন জিন্দালের গ্রেফতারের এবং ভারতীয় পন্য বর্জনের দাবি জানান ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।