বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঁঞা, বিপিএম(বার) মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ফয়সাল মাহমুদ এবং বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ, জনাব সেলিম রেজা এর নেতৃত্বে চলমান বিশেষ অভিযানে ১১ জন ছিনতাইকারী গ্রেফতার। গ্রেফতারকৃত রা হচ্ছে- ১. মোঃ রাজন ওরফে আরিফুল ইসলাম (৩২) পিতা- মৃত আলিমুদ্দিন গ্রামঃ ছোট জিনইর, আদমদিঘী, বগুড়া। ২. মোঃ রুবাই (১৯) পিতা- সোহাগ গ্রামঃ নারুলী মধ্যপাড়া, বগুড়া। ৩. মোঃ রঞ্জু মিয়া (১৯) পিতা- ভেট মন্ডল গ্রামঃ আকাশতারা, বগুড়া। ৪. মোঃ রায়হান (২০) পিতা- রশিদ গ্রামঃ নারুলি মধ্যপাড়া, বগুড়া। ৫. মোঃ আশরাফ (২০) পিতা- মৃত জাবুল প্রাং গ্রামঃ নারুলি মধ্যপাড়া, বগুড়া। ৬. মোঃ সাদ্দাম (২৬) পিতা- দুলাল গ্রামঃ উত্তর চেলোপাড়া, বগুড়া। ৭. মোঃ সোহেল রানা(২০) পিতা- নুর আলম গ্রামঃ নারুলি মধ্যপাড়া সাফি ক্লিনিক, বগুড়া। ৮. মোঃ আজিজ (২২) পিতা- আব্দুর রাজ্জাক গ্রামঃ নারুলি মধ্যপাড়া, বগুড়া। ৯. শুভ (২২) পিতাঃ আব্দুস সাত্তার গ্রামঃ মালগ্রাম দক্ষিনপাড়া, বগুড়া। ১০. রাফি (২৮) পিতা- আশরাফ আলী গ্রামঃ ফুলবাড়ি দক্ষিনপাড়া, বগুড়া। ১১. আঃ জব্বার (২০), পিতা- বাটু ব্যাপারী, গ্রামঃ উত্তর চেলোপাড়া, বগুড়া। সকল আসামীকে বগুড়া পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতি কালে গ্রেফতার করা হয়।
জানা যায়, তাহাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাহারা বগুড়া পৌরসভা ও আশেপাশের এলাকায় বিভিন্ন স্থানে দিনে ও রাতে ছিনতাই করে। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল, ফয়সাল মাহমুদ জানান যে, এই অভিযান চলমান থাকবে। পাশাপাশি বগুড়া পৌরসভা এলাকার জনগণের যান-মালের নিরাপত্তা রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করতে তারা পিছপা হবেন না বলেও জানান তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।