অবশেষে ডিবি পুলিশের হাতে আটক হয়েছে রাজধানীর শাহজাহানপুরে জোড়া খুনের ঘটনায় গুলিবর্ষণকারী সেই শুটার। রোববার (২৭ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের সড়কে ‘ফিল্মিস্টাইলে’ মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপুকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এতে টিপুসহ ট্রাফিক জ্যামে আটকে থাকা কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিও (২৪) মারা যান।
তিনি বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রী ছিলেন। এছাড়া নিহত জাহিদুল ইসলাম টিপুর গাড়িচালক মুন্নাও গুলিবিদ্ধ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলার সময় টিপু একটি গাড়িতে ছিলেন। দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। এরপর রাত সোয়া ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।