সম্প্রতি একজন অসুস্থ শিশুর সাহায্য সংক্রান্ত একটি ফেসবুক পোস্ট পুনাক সভানেত্রীর নজরে আসে। তিনি সেই শিশুটির পিতাকে চিকিৎসাপত্রসহ সাহায্য গ্রহণ করার জন্য আহ্বান করেন। কিন্তু সাহায্যপ্রার্থী হাজির না হয়ে নানা টালবাহানা করেন।

পরবর্তীতে একই ছবি দিয়ে আরেকটি পোস্ট দেখলে পুনাক কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর তারা ডিএমপির সিটিটিসি ইউনিটের কাছে বিষয়টি অনুসন্ধান করার অনুরোধ করে। অনুসন্ধানে বেরিয়ে আসে সাহায্যপ্রার্থীরা মূলত এই পদ্ধতিতে প্রতারণা করে আসছেন। এইভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দুস্থ ও অসহায়দের সাহায্যর নামে প্রতারণার অভিযোগে ছদ্মবেশী প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেফতাররা হলেন- মো. রেজাউল ইসলাম, মো. হাফিজুল ইসলাম, মো. মেহেদী হাসান ওরফে আকাশ ও মো. তানভীর আহাম্মেদ। গ্রেফতারদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২৭টি ফেসবুক আইডি, ১০টি মোবাইল, মোবাইল ব্যাংকিং অ্যাকাউনসহ ১৫টি সিমকার্ড ও প্রতারণালব্ধ নগদ দুই লাখ টাকা জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ইন্টারনেট রেফারেল টিমের এসি ধ্রুব জ্যোতির্ময় এসব তথ্য জানান।

 

কলমকথা/সাথী