বগুড়ার শাজাহানপুরে এক এসএসসি পরীক্ষার্থীর আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় মেয়ের মা বাদী হয়ে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আড়িয়া ইউনিয়নের জামালপুর বগুড়াপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবিবের (২১) সাথে ৬ মাস আগে একই ইউনিয়নের মানিকদিপা পদ্মপাড়া গ্রামের এক এসএসসি পরিক্ষার্থী এক তরুণীর মোবাইল ফোনে বন্ধুত্ব গড়ে উঠে। একপর্যায়ে হাবিব ওই মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়।
কিন্তু ওই তরুণীর পরিবার তাতে রাজি না হলে তার অশালীন ছবি ফেসবুকে পোস্ট করে হাবিব।
এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ বৈঠকে বসলে হাবিব ফেসবুকে ছবি পোস্ট করবেনা মর্মে মৌখিক ভাবে অঙ্গীকার করে। কিন্তু গত শুক্রবার (২৫ মার্চ) মেয়েটির ছবি এডিট করে আপত্তিকর অশালীন ছবি তৈরী করে হাবিব তার ফেসবুক আইডিতে পোস্ট করে বলে অভিযোগ উঠেছে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের চেষ্টা চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।