মোঃ শাহিন আলম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায়, বঙ্গবন্ধু মুর‌্যাল অবমাননা করার অভিযোগে তাড়াশে আ.লীগের প্রতিবাদ সভা। সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুর‌্যালে ওয়াজ মাহফিলের পোস্টার সাঁটিয়ে অবমাননা করার প্রতিবাদে আওয়ামী লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ মার্চ) সকাল ১১টায় তাড়াশ প্রেসক্লাব চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকারের সঞ্চলনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে.এম হোসেন আলী হাসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হোসেনেআরা পারভীন লাভলী, যুগ্ন সম্পাদক শাহিনুর রহমান লাবু, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ প্রমুখ।

প্রসঙ্গত, চরমোনাই পীরের ভক্তরা ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীর দিনে তাড়াশ ফাজিল মাদরাসা মাঠে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করে। পরে গত বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে তাড়াশ উপজেলা পৌর সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু’র মুর‌্যালের উপর ওয়াজ মাহফিলের পোস্টার সাঁটায় চরমোনাই ভক্তরা। পরে তাৎক্ষনিক পুলিশ অভিযান চালিয়ে জড়িত থাকার সন্দেহে মাদরাসা শিক্ষক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগী সংগঠন যুব আন্দোলনের তাড়াশ শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়।