গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব।শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই ৬ জনকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখা পরিচালক।
এর আগে গোপালগঞ্জ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। সদরের বিভিন্ন জায়গা থেকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
কলমকথা/ বিথী
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।