রাজধানীর যাত্রাবাড়ী থেকে এক গৃহবধূ ও তার দেড় বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে মীরহাজীরবাগের ১৯২ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতরা হলেন- মা রোমা আক্তার (২৭) ও তার শিশু মো. রিশাদ। ঘটনার পর থেকে রোমার স্বামী আব্দুল অহিদ পলাতক।
ঘটনাস্থল থেকে পুলিশ হাতুড়ি ও বালিশ উদ্ধার করেছে। পুলিশের সন্দেহ এটি হত্যাকাণ্ড। যাত্রাবাড়ী থানার এসআই হুমায়ুন কবির বলেন, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে অহিদ স্ত্রী ও সন্তানকে হত্যার পর পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে বালিশ চাপা দিয়ে তাদের হত্যা করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।