নাসিম আক্তার, বেনাপোল (যশোর) প্রতিনিধি : সীমান্ত এলাকা  যশোরের শার্শা গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্য নেয়া ২৪ টি ভিন্ন প্রজাতির কবুতর, ও ৬ টি রাজহাঁস  আটক করেছে গোগা ক্যাম্পের  বিজিবি। যার আনুমানিক মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা বলে জানা গেছে।
গোগা বিজিবি ক্যাম্পের সুবেদার মোস্তফা কামাল জানান,গোপন সংবাদের ভিত্তিতে নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (২৬ অগস্ট)ভোরে অভিযান চালিয়ে বিদেশি পাখি গুলো আটক করে । তবে পাচারকারী চক্রের কেউ আটক হয় নি।
আটককৃত কবুতর ও হাসগুলো  খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।