বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে আসা এক পাসপোর্ট যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে কসমেটিকস,সাবান চকলেটসহ বিভিন্ন প্রসাধনী পণ্য আটক করেছে কাস্টমস কর্মকর্তরা। আটক পণ্য গুলোর আনুমানিক দাম ১০ লাখ টাকা। আজ সকালে এসব ভারতীয় পণ্য আটক করে।
কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাংলাদেশী এক পাসপোর্ট যাত্রী অবৈধভাবে বিভিন্ন প্রসাধনী পণ্য নিয়ে আসছে। পাসপোর্ট যাত্রী ব্যাগে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ পণ্য আটক করা হয়। এসব পণ্য বিএসটিআই শর্তযুক্ত।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া জনান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধভাবে বিপুল পরিমাণ পণ্য বাংলাদেশ আসছে৷ কাস্টমস এলাকা থেকে এসকল পণ্য আটক করা হয়। কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।
রাজস্ব ফাঁকি দিয়েই এই সকল পণ্য পাচারের উদ্দেশ্য ছিলো।
আটক পন্য বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে এবং একটি বিভাগীয় মামলা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।