মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরের পৌরশহরে প্রকাশ্যে মটর সাইকেল ধোয়াকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিত ভাবে গ্যারেজ মালিক মনির হোসেন সহ ৭/৮জন মিলে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেছে মনিরামপুর পৌর শ্রমিক লীগের যুগ্ন-আহবায়ক মোঃ গাজী মেহেদী হাসান(২৯) নামে এক ব্যক্তিকে।

আহত মেহেদী হাসান বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে শয্যারত গাজী মেহেদী হাসান বলেন, মনিরের দোকান উপজেলার সামনে বেলা ১১-৩০মি: এর দিকে সামান্য গাড়ী ধোায়কে কেন্দ্র করে পূর্বপরিকল্পিত ভাবে গ্যারেজ মালিক মনির ও তার ছেলে, মনিরের ভাই কফিলউদ্দীন ও তার ছেলে,চালকিডাংগা গ্রামের মাসুদ রানা,খেলাঘরের মালিক ময়না সহ ৪জন অজ্ঞাত লোক হঠাৎই আমার উপর হাতুড়ী,জিআই পাইপ,লোহার রড নিয়ে আক্রমণ করে। পরে স্থানীয় লোকজন আমাকে আহত অবস্থায় ভ্যানে করে নিয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে মনিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন,আমরা এখনো কোন অভিযোগ পায়নি। তবে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষ দোষিদের আইনের আওতায় আনা হবে।